Download WordPress Themes, Happy Birthday Wishes

৯০ দিনের জন্য নিষিদ্ধ কোলকাতার নয়া অল রাউন্ডার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অবৈধ বোলিং অ্যাকশানের অভিযোগে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনিং অল রাউন্ডার ক্রিস গ্রিন । তাকে নব্বই দিনের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ।

চলমান বিগ-ব্যাশে সিডনী থান্ডার্সের হয়ে খেলছিলেন ক্রিস গ্রিন । গত সপ্তাহে মেলবোর্ন স্টার্সের কাছে হেরে যায় সিডনী থান্ডার্স । সেই ম্যাচেই গ্রিনের বোলিং অ্যাকশান নিয়ে অভিযোগ ওঠে । রবিবার অভিযুক্ত হবার পর পরীক্ষা দেন তিনি । সেখানে নিশ্চিত হয় বোলিং ত্রুটি ।

পরীক্ষার ফলাফল জানিয়ে বুধবার (৮ জানুয়ারি) গ্রিনকে নব্বই দিনের জন্য বোলিং নিষেধাজ্ঞার সাজা দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড । তবে এই সময়ে ব্যাটসম্যান হিসেবে খেলতে বাঁধা নেই গ্রিনের । কিন্তু সিডনী থান্ডার্স তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাবে কিনা সন্দেহ ।

গত ডিসেম্বরে আইপিএল নিলামে বেইস-প্রাইজের ২০ লাখ রুপির বিনিময়ে গ্রিনকে কিনে নেয় কোলকাতা নাইট রাইডার্স । তবে তার আইপিএল খেলা নিয়ে খুব বেশী সমস্যা হবে বলে মনে হয় না । কারণ আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৯ মার্চ । যদিও আইপিএলে খেলতে গেলেও আম্পাযারদের কড়া নজরের মধ্যেই থাকবেন এই অলরাউন্ডার।

২৬ বছরের গ্রিন এখনও অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান নি ।

আহাস/ক্রী/০১২