Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

জোহানেসবার্গে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ এবং শেষ টেস্ট । টেস্টের শুরুতে ব্যাট করা ইংলিশরা গড়েছে এক অভিনব বিশ্বরেকর্ড । একমাত্র দল হিসেবে ইংল্যান্ড টেস্টে পূরণ করেছে পাঁচ লাখ রান ।

শুক্রবার (২৪ জানুয়ারি) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৪.২ ওভার । তাতে দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ চার উইকেটে ১৯২ রান ।

ওপেন করতে নেমে জ্যাক ক্রলি আর ডমিনিক শিবলি যোগ করেন ১০৭ রান । ৯৩ বলে সাতটি চারে ৪৪ রান করে আউট হয়েছেন শিবলি ।

কিছুক্ষণ পরেই ৬৬ রান করে বিদায় নেন ক্রলি । ৩৫ বলে চারটি চারে ২৭ রান করেছেন জো ডেনলি ।

বেন স্টোকস ২ রানে বিদায় নেন ।

ওলে পোপ অপরাজিত আছেন ২২ রানে । ৩৭ বলে তিনটি চার মারেন তিনি । এছাড়া জো রুটস ৪১ বলে দুইটি চারে ২৫ রান করে ক্রিজে আছেন ।

জো রুটসের ব্যাট থেকেই আসে কা’ঙ্ক্ষিত সেই রান। তাদের মোট রান এখন ৫০০,০০৬!

বিশ্বের আর কোন দল টেস্ট ক্রিকেটে পাঁচ লাখ রান করতে পারে নি ।

আহাস/ক্রী/০০২