Download WordPress Themes, Happy Birthday Wishes

ফিঞ্চের উত্তাল ব্যাটিংয়ে জিতলো চ্যাম্পিয়নরা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগেই বিগ-ব্যাশের সেরা চার থেকে বাদ হয়ে গেছে মেলবোর্ন রেনেগেডস । ঠিক হয়ে গেছে তাদের আট দলের মধ্যে সবার নীচে থাকাও । তবে শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়ে হলেও আসর শেষ করতে পেরেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ।

সোমবার মেলবোর্ন রেনেগেডস সাত উইকেটে হারিয়েছে ব্রিসবেন হিটসকে ।

ডকল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ১৫৪ রান তোলে ব্রিসবেন । জবাবে চার বল আর সাত উইকেট হাতে রেখে ১৫৫ রান তুলে জয় পেয়ে যায় ।

টার্গেট তাড়ায় ২৫ রানে প্রথম উইকেট হারায় মেলবোর্ন । ১০ বলে ২৩ রান করে আউট হয়েছেন টম ক্যুপার । মেরেছেন তিনটি চার আর একটি ছক্কা ।

ওয়ান ডাউনে ড্যানিয়েল ক্রিস্টিয়ান ৮ আর টু ডাউনে বিউ ওয়েবস্টার ১৪ রানে আউট হয়েছেন ।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৮৭ রান করে দলকে জিতিয়ে দেন অধিনায়ক অ্যারণ ফিঞ্চ আর মোহাম্মদ নবী । ওপেন করতে নামা ফিঞ্চ করেছেন অপরাজিত ৬৩ রান । তার ৪৯ বলের ইনিংসে ছিল দুইটি চারের সাথে চারটি ছক্কা ।

আফগান অল রাউন্ডার নবী করেছেন হার না মানা ৩৮ রান । ২৮ বল খেলে তিনটি চার আর একটি ছক্কা মেরেছেন তিনি ।

ব্রিসবেনের হয়ে বেন কাটিং দুইটি আর মুজিব উর রহমান একটি উইকেট নিয়েছেন ।

এদিকে ম্যাচের শুরুতে পাঁচে নেমে ম্যাট রেনশ করেছেন ৬৫ রান । ৪৭ বলে এই মিডল-অর্ডার মেরেছেন তিনটি চার আর চারটি ছক্কা ।

মার্কাস লেবুশানে ২৬ বলে একটি চারে ২৮ রান করেছেন ।

ওপেনার বেন কাটিংয়ের ব্যাট থেকে আসে ২৭ রান । তিনি ১১ বলে দুইটি করে চার আর ছক্কা মেরেছেন ।

মেলবোর্নের হয়ে উইল সাদারল্যান্ড শিকার করেছেন তিনটি উইকেট ।

ম্যাচের সেরা হয়েছেন ফিঞ্চ ।

এই জয়ে ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রেনেগেডস । অন্যদিকে সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে থেকে শেষ করেছে আসর । তারাও বাদ পড়েছে আসর থেকে ।

আহাস/ক্রী/০১০