Download WordPress Themes, Happy Birthday Wishes

মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন নতুন মিডলঅর্ডার ব্যাটসম্যান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভারতের জনপ্রিয় ফ্রেঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) খেলোয়াড় নিলাম । এবারেই প্রথমবারের মত আইপিএলের জমজমাট নিলাম অনুষ্ঠিত হতে চলেছে ‘সিটি অফ জয়’ খ্যাত কোলকাতায় ।

আসন্ন ২০২০ সালের আইপিএল নিলামের জন্য ইতোমধ্যেই ৯৭১ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়েছেন নিজেদের নাম । যার মধ্যে ছয় বাংলাদেশীসহ আছে ২৫৮ জন বিদেশী ক্রিকেটার । তবে এই তালিকা আরও ছোট হয়ে আসবে দুই একদিনের মধ্যেই , প্রকাশ করা হবে নিলামে থাকা চূড়ান্ত খেলোয়াড়দের তালিকা ।

আইপিএলের আট দল ইতোমধ্যেই তাদের আগের স্কোয়াডের রেখে দেয়া খেলোয়াড়দের সাথে প্রকাশ করেছে ছেড়ে দেওয়াদের নাম । আসন্ন নিলামে নতুন করে আট দলে খেলার সুযোগ পাবে আরও ৭৩ ক্রিকেটার । অর্থাৎ সব মিলিয়ে এবার আইপিএলের বিভিন্ন দলে জায়গা পাওয়ার লড়াইটা হবে খুব কঠিন ।

আইপিএলের সর্বশেষ ২০১৯ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স গতবারের স্কোয়াড থেকে ছেড়েছে সবচেয়ে বেশী ১২ জন ক্রিকেটার । যাদের মধ্যে আছে বেশ কয়েকটি বড় নাম । মুম্বাইয়ের ছেড়ে দেয়া ক্রিকেটাররা হলেন – যুবরাজ সিং , এভিন লুইস , অ্যাডাম মিলনে , জেসন বেহরেনডর্ফ , বুয়েরেন হেন্ডরিক্স , বেন কাটিং , মায়াংক মারকাণ্ডে , বারিন্দার শরণ , রাসিক সালাম , পংকজ জশওয়াল , সিদ্ধেশ লাদ আর আলজারি জোসেফ ।

বড় বড় কয়েকজন ক্রিকেটার ছেড়ে দেওয়ায় আগামী নিলামে মুম্বাইকে খুব ব্যস্ত থাকতে হবে এটা নিশ্চিত । দল গোছাতে তাদের প্রয়োজন বেশ কয়েকজন খেলোয়াড় । এই ক্ষেত্রে তারা পাবে সাড়ে তেরো কোটি টাকা খরচ করার সুযোগ ।

ইতোমধ্যেই মুম্বাই ধাওয়াল কুলকার্নি , ট্রেন্ট বোল্ট আর শারফেন রাদারফোর্ডকে কিনে নিয়েছে নিলামের আগেই সমঝোতা-চুক্তিতে ।

এবার মুম্বাইয়ের নজর মিলিন্দ কুমারের দিকে । মিলিন্দ কুমার অবশ্য খুব নামীদামী কেউ নন । বর্তমানে তিনি খেলছেন ত্রিপুরা রাজ্যের হয়ে । আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লী ক্যাপিটালস) আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ছিলেন । কিন্তু কখনও আইপিএলে কোন ম্যাচ খেলার সুযোগ পান নি ।

২৮ বছর বয়সী মিলিন্দ ২০১৮-১৯ সালের রঞ্জি ট্রফিতে ছিলেন অন্যতম সেরা রান সংগ্রাহক । সেই সাথে অফ ব্রেক বলে উইকেট পেয়েছেন নিয়মিত । সাম্প্রতিক ফর্মের কারণে আইপিএলের সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের নজর পড়েছে মিলিন্দ কুমারের দিকে ।

মুম্বাই ইন্ডিয়ান্স ইতোমধ্যেই ট্রায়ালের জন্য ডেকে পাঠিয়েছে মিলিন্দকে । এখন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মিলিন্দকে কাজে লাগাতে চায় মুম্বাই । সেই কারণেই নিলামের আগে তাকে বাজিয়ে দেখতে চায় মুম্বাই । তেমন হলে আগামী আইপিএলে মুম্বাইতে কার্যকর ভূমিকায় দেখা যেতে পারে মিলিন্দকে ।

ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ৩৭ ম্যাচে ২৫৩৯ রান করেছেন মিলিন্দ । সেঞ্চুরি আছে আটটি আর দশটি হাফ সেঞ্চুরি ।

২০১৮-১৯ মৌসুমে সেরা ফর্মে আছেন মিলিন্দ । ১২১ গড়ে সর্বশেষ মৌসুমে তিনি করেছেন ১৩৩১ রান । যার মধ্যে ছয়টি ছিল সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি চারটি । ঘরোয়া ক্রিকেটে এমন বিধ্বংসী পারফর্মেন্সের কারণেই আগামী আইপিএলে মিলিন্দকে নিজেদের স্কোয়াডে পাওয়ার প্রত্যাশা করছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ।

আহাস/ক্রী/০৯