Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশের সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ । দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে এবার বাংলাদেশ জিতেছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশী সোনার পদক । ফলে ২০১৯ সালের নেপাল এসএ গেমস হয়ে রইল বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণালি অধ্যায় হয়ে ।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ছেলেদের ক্রিকেটে স্বর্ণ জিতেছে । নাজমুল হাসান শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে পেয়েছে এই সাফল্য । আগের দিন মেয়েরাও জিতেছে ক্রিকেট থেকে সোনার পদক সেই শ্রীলঙ্কাকে হারিয়েই ।

এখন পর্যন্ত এসএ গেমসে বাংলাদেশ জিতেছে ১৯টি সোনা । জ্যা নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন ।এর আগে ২০১০ সালে নিজ দেশের মাটিতে এসএ গেমসের আসরে নিজেদের সর্বোচ্চ ১৮ স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সোমবার সে রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে এ দেশের অ্যাথলেটরা।

রবিবার আর্চারি থেকে এসেছিল ছয়টি সোনার পদক । সোমবার যোগ হয়েছে আরও চারটি । অর্থাৎ তীরন্দাজীতে বাংলাদেশ জিতেছে ১০টি বিভাগের সব কয়টি স্বর্ণ । একই বিভাগের সব কয়টি সোনা জয় এবারেই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা ।

সোমবার সকালে কম্পাউন্ড এককের ফাইনালে শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সোনার পদক এনে দেন সুমা বিশ্বাস। এরপর পুরুষ এককের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে দেন সোহেল রানা। এদিকে এদিন কম্পাউন্ডের সাফল্যের রেশ রিকার্ভেও ধরে রাখে বাংলাদেশ। মেয়েদের রিকার্ভ এককে ভুটানের প্রতিযোগী দেমা সোনমের বিপক্ষে ৭-৩ সেট পয়েন্টে ইতি খাতুন জিতলে দিনের তৃতীয় স্বর্ণ পদক পায় লাল-সবুজ প্রতিনিধিরা।

পোখারায় পুরুষ রিকার্ভ এককের ফাইনালে ভুটানের কিনলে তিসেরাংকে ৭-১ সেট পয়েন্টে রোমান সানা। এরপরই নিশ্চিত হয় এ ইভেন্টের দশটিকেই সেরা হওয়ার বৃত্ত পূরণ করে বাংলাদেশ। এরপর দুপুরে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে হারিয়ে দিনের ৫ম স্বর্ণ এনে দেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। এরফলে এসএ গেমসের যে কোন আসরে সর্বোচ্চ স্বর্ণ নিজেদের দখলে নিয়ে অনন্য উচ্চতায় ওঠে বাংলাদেশ।

এরআগে রোববার সকালে এসএ গেমস আর্চারিতে রিকার্ভ ও কম্পাউন্ডের দলগত ও মিশ্র ইভেন্ট থেকে এসেছিল ৬টি স্বর্ণ।

আহাস/ক্রী/০১১