Download WordPress Themes, Happy Birthday Wishes

চ্যাম্পিয়নের জন্য যে কোন অর্জন স্বাভাবিক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো যা করে দেখিয়েছেন , তাতেই নিশ্চিত হয়ে গেছে তার অমরত্ব । আধুনিক ফুটবলের সম্রাট হিসেবে রোনালদোকে আজীবন মানুষ মনে রাখবে , তাতেও নেই বিন্দুমাত্র সন্দেহ । ব্যক্তিগত আর দলীয় সাফল্যে রোনালদোর অর্জন যে কোন যুগে বিশ্বের যে কোন ফুটবলারের জন্য হতে পারে  ঈর্ষার কারণ , এটা এখন  বাস্তবতা ।

রোনালদো নিজেও মনে করেন , তাঁর আর নতুন করে প্রমাণ করে দেখাবার কিছু নেই ।

২০১৯ সালের গ্লোব ফুটবল অ্যাওয়ার্ড দেয়া হবে ২৯ ডিসেম্বর । দুবাইয়ের মদিনাত জামেরিয়া রিসোর্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ১৫ ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পুরস্কার । যেখানে বর্ষসেরা ফুটবলারের সেরা তালিকায় আছেন রোনালদো । সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে লিওনেল মেসি , ভার্জিল ভ্যান ডাইক আর মোহাম্মদ সালাহ আছেন ।

গত তিনবার টানা গ্লোব এ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো । আর সর্বোচ্চ পাঁচবার এই খেতাব জিতেছেন পর্তুগালের মহানায়ক । ধারণা করা হচ্ছে , ফুটবলের অন্যতম নিরপেক্ষ এই পুরস্কারটি এবারেও যাচ্ছে রোনালদোর কাছেই ।

‘গ্লোব এ্যাওয়ার্ড’ উপলক্ষ্যে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান , ‘ আমি জীবনে অনেক কিছু পেয়েছি । আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই । আর আমার এই সাফল্যের পেছনে অলৌকিক কিছুর হাতও নেই । এমনকি গোপন কোন সুত্রও নেই । ‘

রোনালদো জানান , ‘ আমি পৃথিবীর সব জায়গায় পুরস্কার জিতেছি । এটা কোন কাকতালীয় ঘটনা নয় । একজন চ্যাম্পিয়নের জন্য এটাই স্বাভাবিক । ‘

জুভেন্টাস তারকা জানান , ‘ সাফল্য অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন । আমি যে উচ্চতায় আছি , সেটা আমাকে ধরে রাখতে হবে – এমন চিন্তা আমাকে ভবিষ্যতেও সেরা কিছু করে দেখাবার জন্য বাড়তি অনুপ্রেরণা যোগায় । ‘

৩৪ বছর বয়সী রোনালদো জানান , ‘ আমি সব সময় নতুন কিছু শিখতে চাই । বুদ্ধিমান আর জ্ঞানীদের সাথে মিশতে পছন্দ করি । আর পছন্দ করি নতুন চ্যালেঞ্জ নিতে । যেমন, আমি এখন নিজের ইংরেজি ভাষায় নিজের দখল বাড়াবার চেষ্টা করছি । ভবিষ্যতে হয়ত আমি হলিউড মুভিতেও কাজ করব । ‘ 

নিজের নিকট ভবিষ্যৎ নিয়ে রোনালদো বলেছেন , ‘ আমি পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছি । তাই বলে এই ট্রফির প্রতি আমার আকর্ষণ কমে নি । আমি আবারও উইয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাই । ‘

আহাস/ক্রী/০০৫