Download WordPress Themes, Happy Birthday Wishes

চারটি ফাইনালে সোনা জিতল বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

রবিবার দিনটি দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) ইতিহাসে বাংলাদেশের জন্য হয়ে থাকবে দারুণ স্মরণীয় । কারণ চলমান এসএ গেমসের এই অষ্টম দিনে বাংলাদেশ জিতে চলেছে একের পর এক সোনার পদক । অতীতের তুলনায় একদিনে সবচেয়ে বেশী স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ নেপালে । গড়েছে নতুন ইতিহাস ।

রবিবার (৮ ডিসেম্বর) এসএ গেমসের ক্রিকেটে মেয়েরা জিতেছে সোনা । আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র দুই রানে হারিয়ে গেমসের ইতিহাসে ক্রিকেট থেকে প্রথম সোনার পদক ছিনিয়ে এনেছে বাংলাদেশের মেয়েরা ।

এদিকে বাংলাদেশের সবচেয়ে প্রত্যাশিত ইভেন্ট আর্চারিতে চলছে সোনা জয়ের প্রতিযোগিতা । এদিন বাংলাদেশ তিরন্দাজী থেকে জিতেছে তিনটি সোনা ।

প্রথমে রিকার্ভের মিশ্র দলগত বিভাগ থেকে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এই বিভাগে রোমান সানা-ইতি জুটি বাংলাদেশকে স্বর্ণপদক উপহার দেন। তারা হারান ভুটানকে এর আগেরদিন রোমান-ইতি জুটি সেমিফাইনালে ৬-২ সেটে হারিয়েছিলেন নেপালের প্রতিযোগীকে।

এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া দল। পরে আর্চারিতে রিকার্ভ মেয়েদের দলগত ইভেন্ট থেকে রোববার স্বর্ণ জিতে বাংলাদেশ। এ ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

সব মিলিয়ে এখন পর্যন্ত আর্চারিতে পাওয়া তৃতীয় স্বর্ণজয় দিয়ে এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সংখ্যা দাঁড়ালো ১১টিতে । আজ আর্চারিতে আরও তিনটি ইভেন্টের ফাইনাল খেলবে বাংলাদেশ। সেখানেও স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

আহাস/ক্রী/০১১