Download WordPress Themes, Happy Birthday Wishes

আফগানিস্তানের অধিনায়কত্ব হারালেন রশিদ খান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আবারও বদল হয়েছে আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক । ঠিক বদল নয় , বরং বলা চলে আবারও দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন আজগর আফগান । ইংল্যান্ডে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করেই আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল আজগরকে ।

বুধবার (১১ ডিসেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড ‘এসিবি’ আবারও জাতীয় দলের অধিনায়ক পদে ফিরিয়ে এনেছেন আজগর আফগানকে । এখন থেকে আফগানিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটেই আবারও অধিনায়ক তিনি ।

গত বিশ্বকাপের আগ মুহূর্তে আচমকাই আজগরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় এসিবি । সেই সময় গুলবাদিন নাইবকে করা হয় ওয়ানডে দলের অধিনায়ক । রশিদ খান পান টি-২০ দলের দায়িত্ব । আর রহমত শাহ পেয়েছিলেন টেস্ট দলের অধিনায়কত্ব ।

কিন্তু বিশ্বকাপে গুলবাদিন নাইবের নেতৃত্বে চরম ভরাডুবি ঘটে আফগানিস্তানের । বিশ্বকাপের নয় ম্যাচের সব কয়টিতে হারে তারা । বিশ্বকাপের পর ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়ক করা হয় লেগ স্পিনার রশিদ খানকে । কিন্তু সেখানেও বেশীদিন টিকলেন না রশিদ খান ।

আবারও কেন আজগরকে ক্রিকেটের তিন ধারার অধিনায়ক করা হয়েছে , সেই বিষয়ে অবশ্য কিছু বলে নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড ।

আহাস/ক্রী/০১১