Download WordPress Themes, Happy Birthday Wishes

নিষেধাজ্ঞা নিয়ে নিজেই মুখ খুললেন সাকিব !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসি’র দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) সাকিব আল হাসান । একবার নয় , তিন তিনবার এমন প্রস্তাব পেয়েও গোপন রেখেছেন সাকিব । যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ‘আইসিসি’র আইনে বড় অপরাধ । আর সেই অপরাধেই বিশ্বসেরা অল রাউন্ডারকে দুই বছরের (এক বছর স্থগিত) নিষেধাজ্ঞার সাজা দিয়েছে আইসিসি ।

গত মঙ্গলবার সন্ধ্যায় আইসিসি আনুষ্ঠানিকভাবে সাকিবের এই সাজা ঘোষণা করে । শাস্তির খবর আইসিসির জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইংরেজি হরফে লেখা ছিল সাকিবের নিজের কথাও। যেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

পরবর্তীতে সংক্ষিপ্ত সংবাদ-সম্মেলনে সাকিব আবারও নিজের ভুল স্বীকার করেন । মেনে নেন আইসিসি’র দেয়া শাস্তি । যদিও সেখানে সংবাদ-মাধ্যম কর্মীরা আরও কিছু প্রশ্ন করতে চেয়েছিল সাকিবকে । কিন্তু সেদিন সাকিব আর কোন জবাব দেন নি ।

তিনদিন নিশ্চুপ থাকার পর নিরবতা ভেঙ্গেছেন সাকিব । শুক্রবার (১ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে মুখ খুলেন তিনি। জানালেন নিজের কথা।

সাকিবের সেই ফেসবুক পোস্ট তুলে হুবহু ধরা হলো:

‘আমার সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে, শুরুতেই আমি বলতে চাই আপনার নিঃশর্ত ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনে আমি সত্যিই আবেগাপ্লুত। বিশেষ করে গত কয়েকটা দিন আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিলো। এই কয়েকদিনে আমি আরও ভালোভাবে বুঝতে পেরেছি যে নিজ দেশের প্রতিনিধিত্ব করা আসলে কতটা গর্বের।

এ বিষয়ে আমি আমার সকল সমর্থকদের বলবো ধৈর্য্য ধারণ করুন। বিশেষ করে যারা আমার ওপর আসা নিষেধাজ্ঞার কারণে ক্ষুদ্ধ হয়েছেন।

আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট যে তদন্তটা করেছে, এটা পুরোপুরি গোপন ছিলো এবং এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানতে পেরেছে আমার কাছ থেকেই। আমাকে নিষিদ্ধ করার কয়েক দিন আগে। এরপর থেকে বিসিবি আমাকে অনেক সাহায্য করেছে এবং আমার অবস্থা বোঝার চেষ্টা করেছে। এ কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আমি বুঝতে পারছি কেনো অনেক মানুষ আমাকে সাহায্য করতে চাইছে। আমি তাদের এই ইচ্ছাকে সাধুবাদ জানাই। যাই হোক, এটা একটা প্রক্রিয়া ছিলো এবং আমি আমার শাস্তি মেনে নিয়েছি। কারণ আমার মনে হয়েছে এটা করাই হবে সঠিক সিদ্ধান্ত।

আমার পুরোপুরি ধ্যানজ্ঞান এখন আবারও ক্রিকেট মাঠে ফেরা এবং ২০২০ সালে বাংলাদেশের হয়ে খেলা। তার আগ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং হৃদয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।’

আহাস/ক্রী/০০২