Download WordPress Themes, Happy Birthday Wishes

জিতেও সেরা হতে পারল না আর্জেন্টিনা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ব্রাজিলের মাটিতে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জয় পেয়েছে আর্জেন্টিনা । এই জয়েও অবশ্য নিজেদের গ্রুপের সেরা হতে পারে নি । আর্জেন্টিনার সমান পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয়েছে স্পেন । তবে দুই দলই পা রেখেছে নক আউট পর্বে ।

রবিবার কেবার আন্দ্রাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজ গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে । অন্যদিকে গামার বাজ্জারাও স্টেডিয়ামে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে স্পেন । নিজেদের মধ্যে ড্র করার পর স্পেন আর আর্জেন্টিনা পরবর্তী দুই ম্যাচেই টানা জিতেছে । তবে গোল ব্যবধানে গ্রুপের সেরা হয়েছে স্পেন ।

তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের ৩৮ আর ৭৮ মিনিটে পর পর দুই গোল করেন ফ্রাংক ওরোজকো ।

৮১ মিনিটে পেনাল্টি থেকে রুস্তম সইরভ একটি গোল দিলে ম্যাচ জমে ওঠার আশা ছিল ।

কিন্তু ৮৯ মিনিটে ম্যাতিয়াস ইমানুয়েল গুডির গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার ।

নক আউট পর্বে ৭ নভেম্বর আর্জেন্টিনার পরতিপক্ষ প্যারাগুয়ে । অন্যদিকে স্পেনের ম্যাচে ৬ নভেম্বর সেনেগালের বিপক্ষে । সেরা ষোলয় স্বাগতিক ব্রাজিল লড়বে ৬ নভেম্বর চিলির বিপক্ষে ।

আহাস/ক্রী/০০৭