Download WordPress Themes, Happy Birthday Wishes

ইউরোপের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন নতুন রোনালদো

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইউরোপের নতুন ‘গোল্ডেন বয়’ এখন পর্তুগালের হোয়াও ফেলিক্স । ইটালিয়ান সংবাদমাধ্যম টুট্টোস্পোর্টের দেয়া তরুণ ফুটবলারদের এই পুরস্কার এবার জিতে নিয়েছেন পর্তুগীজ উঠতি তারকা ।

২১ বছর বয়সের নিচে ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে দেয়া হয় ‘গোল্ডেন বয়’ পুরস্কার । ২০০৩ সাল থেকে প্রদান করা হচ্ছে এই অ্যাওয়ার্ড । চলতি বছর বরুশিয়া ডর্টমুন্ডের জাডেন সাঞ্চো ও বেয়ার লেভারকুসেনের কাই হাভের্টজকে পেছনে ফেলে এ পুরষ্কার ফেলিক্স । সাঞ্চেজ হয়েছেন দ্বিতীয় আর হাভের্টজ তৃতীয় ।

গত মৌসুমে বেনফিকার হয়ে ১৮ গোল করে আলো কেড়েছিলেন ফেলিক্স। এর পর ১২৬ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ দলে ভেড়ায় তাকে। এই মৌসুমে ১০ ম্যাচে খেলে লা লিগায় দুইটি গোল করেছেন ২০ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।

ইতোমধ্যেই ‘নতুন রোনালদো’ নাম পেয়ে যাওয়া ফেলিক্সের নাম গোল্ডেন-বয় পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে বুধবার ।

সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন হল্যান্ডের তারকা ম্যাতিয়াস ডি লিট । তার আগের বছর পান পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে । এই পুরস্কার পাওয়াদের তালিকায় আছে সার্জিও আগুয়েরোর নাম । ২০০৭ সালে \গোল্ডেন বয় ‘ খেতাব জিতেছিলেন আগুয়েরো ।

আহাস/ক্রী/০০৩