Download WordPress Themes, Happy Birthday Wishes

ভারতের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ভারতের ঘরোয়া অ্যাথলেটিক্সে মাত্র চব্বিশ ঘণ্টা আগেই সোনা জিতেছিলেন জহির রায়হান । সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ঘরে চলে এসেছে আরও একটি সোনা । আর এবার সেই সোনা জিতেছেন মাহফুজুর রহমান শুভ ।

রবিবার (৩ নভেম্বর ) ভারতের অন্ধ্র প্রদেশে জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান ৪৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন জহির রায়হান ।

বিকেএসপির সাবেক অ্যাথলেট জহির রায়হান গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার অ্যাথলেটিক্সের চেয়ে ভালো টাইমিং করেছেন ভারতের প্রতিযোগিতায়। সামারে জহির সময় নিয়েছিলেন ৪৭.৯০ সেকেন্ড।

আর সোমবার (৪ নভেম্বর) মাহফুজুর রহমান সোনা জিতেছেন হাইজাম্পে । আজ তিনি ২.১০ মিটার লাফিয়ে এ সাফল্য দেখিয়েছেন।

গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়িনশিপে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন।

ভারতের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের ৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে। তারা হলেন-২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসমাইল খান সানি, ৪০০ মিটারে জহির রায়হান, ৮০০ মিটারে একই সংস্থার রাকিবুল ইসলাম, এবং হাইজাম্পে মাহফুজুর রহমান ও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি।

আহাস/ক্রী/০০৯