Download WordPress Themes, Happy Birthday Wishes

অবসরে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বক্সার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

অবশেষে নিজের গ্লাভস জোড়া খুলে রাখলেন নিকোলা অ্যাডামস । বক্সিং রিংয়ে আর তিনি ভেসে বেড়াবেন না প্রজাপতির মত । দারুণ মুষ্ট্যাঘাতে পরাভূত করবেন না প্রতিপক্ষকে ।

৩৭ বছরের নিকোলা দুইবার জিতেছেন অলিম্পিক বক্সিংয়ের গোল্ড মেডেল । প্রথমবারের তিনি জিতেছিলেন ২০১২ সালে লন্ডন অলিম্পিকে । আর দ্বিতীয়ভবার ২০১৬ সালে ব্রাজিলের রিওতে ।

নারী বক্সিংয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইটি অলিম্পিক সোনা জয়ের ইতিহাস গড়েন নিকোলা । ২০১৭ সালে তিনি পেশাদার বক্সিংয়ে যোগ দেন । আর ডাব্লিউডিও’র ফ্লাইট ওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন ।

পেশাদার বক্সিংয়ে কখনও হারেন নি গ্রেট ব্রিটেনের নিকোলা অ্যাডামস । ছয়টি লড়াইয়ের মধ্যে জিতেছেন পাঁচটি আর ড্র একটি । ২০১৮ সালে ইসাবেল মিলানকে হারিয়ে জিতেছিলেন ডাব্লিউডিও’র ফ্লাইট ওয়েট শিরোপা ।

আহাস/ক্রী/০০৯