Download WordPress Themes, Happy Birthday Wishes

২৪ কোটি টাকা নিয়েছে সাকিবরা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

১১ দফা দাবীতে ক্রিকেটারদের আচমকা ধর্মঘটে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি । সোমবার জাতীয় ক্রিকেটারদের ‘অনির্দিষ্ট কালের ধর্মঘট’ প্রথম দফায় স্থম্ভিত করে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে (বিসিবি) । কিন্তু মঙ্গলবার নিজেদের অবস্থান পরিস্কার করে জবাব দিতে শুরু করেছে বিসিবি ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উদ্ভূত পরিস্থিতিতে সভা ডেকেছিল বিসিবি । মিরপুর শের-এ-বাংলায় বিসিবি’র কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নাজমুল হাসান পাপন ।

সভাশেষে সংবাদ-সম্মেলনে বিসিবি সভাপতি অনেক কথাই বলেন ক্রিকেটারদের । তিনি আভাস দেন , আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের পেছনে অন্যকোন ঘটনা থাকতে পারে ।

বিসিবি’র সাথে কোন আলাপ না করে কর্মসূচীতে যাওয়ায় ক্ষুব্ধ পাপন বলেন , ‘ খেলোয়াড়রা বেতন বাড়াবার দাবী করছে । অথচ আমরা যখন দায়িত্ব নিলাম তখন ওদের বেতন ছিল ১লাখ ৫০ হাজার টাকা। আমরা সেখান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করলাম। ‘

নাজমুল হাসান পাপন জানিয়েছেন , ‘ বেশিদিন আগের কথা নয়, ওরা শ্রীলংকা সফর থেকে দেশে ফেরার পর মাশরাফি এবং তামিম বিমানবন্দরের লাউঞ্চে আমার সঙ্গে কথা বলল। তারা বলল পাপন ভাই আমাদের বেতন কিছু টাকা বাড়িয়ে দেন। আমি বললাম বাড়িয়েছিতো। ওরা বলল আরও কিছু টাকা বাড়ান। একজন বলল একটু বেশি করে বাড়ান। আমি বললাম কতো। একজন বলল ৫০ হাজার টাকা বাড়ান। আমি বললাম যাও ঠিক আছে। ২লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ করে দিলাম। অথচ তারা এখন বেতন বাড়ানো নিয়ে কথা বলছে। চেয়েছে ৫০ হাজার বাড়িয়ে দিলাম দেড় লাখ। আর কি চায় ওরা! ‘

তিনি বলেন , ‘ ক্রিকেটারদের ২৪কোটি টাকা বোনাস দিয়েছি আমরা বিভিন্ন সময় । পারফর্মেন্সের জন্য এত টাকা বোনাস কেউ দেয় নাকি! অথচ তারা টাকার জন্য খেলা বন্ধ করে দিবে? ‘

পাপন বলেছেন , ‘ এটা একটা ষড়যন্ত্র । এই ঘটনার জন্য সবাই দায়ী না । দুই-চারজন কেউ অসৎ উদ্যেশ্যে সবাইকে বিপথে চালাবার চেষ্টা করছে । আমরা তাদের চিনি । তাদের সব ষড়যন্ত্র অচিরেই ফাঁস করা হবে । ‘

এদিকে ক্রিকেটারদের আরেকটি দাবী ছিল , খেলোয়াড়দের ওয়েলফেয়ার সংগঠন ‘কোয়াব’ এর বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়া । এই সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত আভাস দিয়েছিলেন ক্রিকেটারদের দাবী মেনে পদত্যাগের । কিন্তু বিসিবি’র সাথে সভার পর সুর পাল্টান কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় । তার কোয়াবের খালেদ মাহমুদ সুজন সুর মেলান । দুজনেই জানিয়ে দেন , আপাতত পদত্যাগ করছেন না । এই নিয়ে ক্রিকেটারদের সাথে আলাপ করেই যা করার করবেন । ‘

আহাস/ক্রী/০০১