Download WordPress Themes, Happy Birthday Wishes

সাফের শিরোপা পাওয়া হল না মেয়েদের

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশের মেয়েরা । আসরের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয় নি বাঘিনীদের ।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা দুইবার ফাইনালে উঠেও হেরে গেছে বাংলাদেশের মেয়েরা ।

মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ বয়সভিত্তিক নারীদের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ আর ভারত । ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশুন্যভাবে শেষ হয় । কিন্তু টাইব্রেকারে বাংলাদেশ শেষ পর্যন্ত ৫-৩ গোলে ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরে গেল বছর ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারতের মেয়েরা। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ ব্যবধানে। তার আগের বছর প্রথম আসরের ফাইনালে ভারতকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

পেনাল্টি শ্যুটআউটে প্রথম স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের শামসুন্নাহার। ভারতের মেয়েরা সবগুলো শটে লক্ষ্যভেদ করে। ফলে শেষ কিকটি আর নেয়ার দরকার হয় নি বাংলাদেশের ।

আহাস/ক্রী/০০৯