Download WordPress Themes, Happy Birthday Wishes

এবার পাপনের উল্টো হুমকি !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

সোমবার (২১ অক্টোবর) আচমকাই ধর্মঘট ডেকে বসে বাংলাদেশের ক্রিকেটাররা । কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ১১ দফা দাবীতে সব ধরণের ক্রিকেট বর্জন করেছে জাতীয় ক্রিকেটাররা । যার ফলে ঘরোয়া ক্রিকেটের সাথে জাতীয় দলের ভারত দফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা ।

বাংলাদেশের ক্রিকেটারদের হঠাৎ ডাকা কর্মসূচিতে প্রথমদফায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) । কিন্তু তাই বলে বসে থাকে নি বিসিবি । বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ।

এই সভার পর আনুষ্ঠানিক সংবাদ-সম্মেলনে পাপন বলেছেন , বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে । তিনি এই কর্মসূচিকে ‘ ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত ‘ হিসেবে অভিহিত করেছেন । এমনকি ধর্মঘটের কথা বিশ্বাসই করতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

পাপন বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেটাররা এমন কিছু করতে পারে ভাবতেই পারছি না। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক গভীর। সবাই সব সমস্যার সমাধানে আমার কাছে আসে। আমি যথাসাধ্য সমাধান করার চেষ্টা করি। কিন্তু এবার ওরা আমাকে কিছুই জানায়নি। আমি ওদের দাবিগুলো বুঝতে পারছি না।’

পাপন আরও বলেছেন , ‘ এটা নিয়ে বাইরের দু-একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দু-একজন হয়তো আছে। আমরা খুঁজে বের করতে চাই । ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন ! ‘

ক্রিকেটারদের কর্মসূচিতে অসন্তুষ্ট বোর্ড সভাপতি জানান , ‘ তাদের কোন দাবী থাকলে সেটা আমাদের বলতে পারত । কিন্তু তারা কেন মিডিয়ায় গেলো ! এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে । এ নিয়ে আইসিসি, এসিসি সবাই আমাকে ফোন করছে। ‘

তিনি আরও জানান , ‘ ‘জিম্বাবুয়ের মতো আইসিসি’র কাছে অভিযোগ দিয়ে আমাদের ক্রিকেটকে বন্ধ করার চেষ্টাও করছে। এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। আমাদের বিপদে ফেলার জন্য এসব করা হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে নষ্ট করার একটা চেষ্টা চলছে। ভারত সফর বাদ দিলে আইসিসি’র কাছ থেকে চাপ আসবে। আমার ধারণা, ক্রিকেটারদের মধ্যে অনেকে জানেই না ওরা কী করছে। হয়তো কয়েকজন যুক্ত আছে। আমরা তো তাদের জন্য কম করিনি। যে দাবি পূরণ করার জন্য ওরা আমাদের কাছে আসতে পারতো। ওদের দাবি মেনেও নিতাম। কিন্তু ওরা তো আসলোই না।’

পাপন দাবী করেন , ‘ সাকিব-তামিমদের আচরণে আমরা অসন্তুষ্ট। তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। অতীতে তাদের সব চাওয়া আমরা পূরণ করেছি। তাদের ছেলেমেয়েকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা করেন, আর কী সুযোগ-সুবিধা চায় তারা? ‘

পাপনের সাফ বক্তব্য , ‘ আমি দেখতে চাই ইন্ডিয়া ট্যুরের আগে যে ক্যাম্প হবে তাতে কারা না আসে? কারা ইন্ডিয়া ট্যুর বানচাল করতে চায় । এতে ক্রিকেটাররা না এলে বিসিবির করার কিছু নেই। প্রয়োজনে অন্য পথে হাঁটব আমরা। ‘

তিনি বলেন , ‘ আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হার প্রত্যাশা ছিল না। ক্রিকেটে ফিক্সিং হয়েও থাকতে পারে। শিগগির ম্যাচ পাতানোর গুমর ফাঁস করা হবে। ‘

আহাস/ক্রী/০০৯