Download WordPress Themes, Happy Birthday Wishes

বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল । আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ ম্যাচে কোলকাতায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।

সল্টলেকেট বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ভারতের কোচ ইগোর স্টিমাক শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।

রবিবার ভারতের পুরো দল কোলকাতা আসবে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য ।

২৩ সদস্যের ভারত দল :

গোলরক্ষক : গুরপ্রিত সিং সান্ধু, অমরিন্দর সিং ও কামালজিত সিং।

ডিফেন্ডার : প্রিতম কোটাল, রাহুল বেকে, আদিল খান, নারিন্দার, স্বার্থক গলুই, আনাস এদাথোদিকা, মান্দর রাও দেসাই ও শুভাশীষ বোস।

মিডফিল্ডার : উদান্তা সিং, নিখিল পূজারি, ভিনিত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল শাহাল, রানিয়ের ফার্নান্দেস, ব্রান্ডন ফার্নান্দেস, লালিয়ানজুয়ালা চাঙতে ও আশিক কুরুনিয়ান।

ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, বালওয়াত সিং ও মানভির সিং।

আহাস/ক্রী/০১০