Download WordPress Themes, Happy Birthday Wishes

হেরেছে এসি মিলান

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইটালিয়ান লীগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার শিরোপা জিতেছে এসি মিলান । কিন্তু ২০১০-১১ মৌসুমে সর্বশেষ নিজ দেশের লীগজয়ী এসি মিলানের এখন চলছে চরম দুরবস্থা । এক সময়ের ইউরোপের জায়ান্ট হিসেবে খ্যাত এসি মিলান এখন ধুঁকছে । সর্বশেষ এগিয়ে গিয়েও মিলানকে হারতে হয়েছে তুরিনোর বিপক্ষে ।

বৃহস্পতিবার তুরিনোর অলিম্পিক স্টেডিয়ামে খেলতে যায় এসি মিলান । ম্যাচটি স্বাগতিকদের কাছে মিলান হেরেছে ১-২ গোলে ।

যদিও খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে এগিয়ে গিয়েছিল মিলান । ১৮ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন কেরজিসতফ পিয়াতেক ।

বিরতির পর ৭২ মিনিটের মাথায় টমাস রিনকনের পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করে ম্যাচে সমতা ফেরান আন্দ্রে বেলোত্তি ।

এর অল্প কিছু পরেই লাল কার্ড দেখেন এসি মিলানের পেপে রেইনা । যা নিয়ে আর কুলিয়ে উঠতে পারে নি দলটি সমতায় জেগে ওঠা তুরিনোর বিপক্ষে ।

৭৬ মিনিটে ডি বক্সের একেবারে কাছ থেকে আবারও লক্ষ্যভেদ করেন বেলোত্তি । শেষ পর্যন্ত আর গোল হয় নি । ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তুরিনো ।

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তুরিনো । সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে এসি মিলান। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস।

আহাস/ক্রী/০০৪