Download WordPress Themes, Happy Birthday Wishes

হার দিয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি-২০১৯ আসরের শুরুটা ভাল হয় নি বাংলাদেশের । দেশের বাইরে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশের মেয়েরা হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে ।

সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পুল ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হারে দল।

যদিও ম্যাচের শুরুটা বাংলাদেশের মেয়েরা করেছিল উদ্দীপনার সাথেই । প্রতিপক্ষকে তারা আটকে রেখেছিল ৪২ মিনিট পর্যন্ত । কিন্তু ৪০তম মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। পাঁচ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। শেষ কোয়ার্টারে আরও এক গোল খায় বাংলাদেশ।

হারের পর বাংলাদেশের কোচ তারিকউজ্জামান নান্নু জানিয়েছেন , ‘ প্রথম ম্যাচে শুরুর দিকে মেয়েরা দারুণ পারফর্ম করেছে। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে হারতে হয়েছে। তবে পরের ম্যাচগুলোতে আমরা পয়েন্ট না হারানোর চেষ্টা করব। ‘

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ।

উল্লেখ্য , এই আসরের সেরা দুই দল পাবে ২০২০ সালের জুনিয়র এশিয়া কাপে খেলার টিকেট।

আহাস/ক্রী/০০৬