Download WordPress Themes, Happy Birthday Wishes

হল্যান্ডের দাপুটে জয় , শীর্ষে জার্মানি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বিশ্ব ফুটবলের আকর্ষণীয় দল হল্যান্ড বুঝি ফিরে আসছে আবার দাপটের সাথে । মাঝে কিছু বাজে সময় পেরিয়ে আসা হল্যান্ড সুযোগ পায় নি সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার । কিন্তু বিশ্বকাপের পর থেকেই যেন ঘুরে দাঁড়াতে শুরু করেছে আধুনিক ফুটবলের জনকেরা । কিছুদিন আগেই উইয়েফা নেশন্স লীগের ফাইনালে খেলার পর ডাচ দাপট অব্যাহত আছে ইউরো বাছাই পর্বেও ।

সোমবার রাতে ২০২০ সালের ইউরো বাছাই পর্বের গ্রুপ ম্যাচে হল্যান্ড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এস্তনিয়াকে । এটি ছিল চলতি বাছাই পর্বে হল্যান্ডের টানা তৃতীয় জয় । চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে হল্যান্ড ‘সি’ গ্রুপে গোল ব্যবধানে তৃতীয় স্থানে আছে ।

প্রতিপক্ষের মাঠ লা কোক অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১৭ এবং ৪৭ মিনিটে জোড়া গোল করেন রায়ান ব্যাবেল ।

৭৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মেম্ফিস ডিপে ।

৮৭ মিনিটে হল্যান্ডের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন জর্জিনিও উইজনালডাম ।

এদিকে একই গ্রুপে জার্মানি ২-০ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডকে । বেলফাস্টে পাওয়া এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানরা । তারা পেয়েছে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট । আগের ম্যাচে হল্যান্ডের কাছে হেরেছিল জোয়াকিম লোর দল ।

হেরে যাওয়া নর্দার্ন আয়ারল্যান্ড পাঁচ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে । এবারের বাছাই পর্বে টানা চার জয়ের পর প্রথম হারল নর্দার্ন আয়ারল্যান্ড ।

আহাস/ক্রী/০০১