Download WordPress Themes, Happy Birthday Wishes

হতাশায় শেষ হলো দুই মাদ্রিদের ম্যাচ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

স্প্যানিশ লা লীগায় অন্যতম বড় ম্যাচ রিয়েল মাদ্রিদ আর এথলেটিকো মাদ্রিদের লড়াই । একই শহরের দুই চির-প্রতিপক্ষের এই ম্যাচটি ‘মাদ্রিদ ডার্বি’ নামেই পরিচিত । দুই মাদ্রিদের এই লড়াই সব সময়েই ছড়ায় আলাদা উত্তেজনা । যদিও এবার তা হয় নি । বরং ২০১৯-২০ মৌসুমে লা লীগার প্রথম মাদ্রিদ-ডার্বি শেষ হয়েছে কোন ফলাফল ছাড়াই ।

শনিবার রাতে এথলেটিক মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে খেলতে যায় রিয়েল মাদ্রিদ । ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবেই ।

ম্যাচের প্রথমার্ধে দুই দল চেষ্টা করেও তেমন পরিস্কার গোলের সুযোগ তৈরি করতে পারে নি ।

তবে দ্বিতীয়ার্ধে এথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবালাক দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন করিম বেঞ্জেমার একটি হেড ।

খেলার শেষের দিকে নিজেদের মাঠে জয়ের জন্য চাপ বাড়ায় দিয়াগো সিমিওনের এথলেটিকো মাদ্রিদ । কিন্তু শেষ পর্যন্ত কাজ হয় নি ।

এই জয়ে সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রিয়েল মাদ্রিদ । অন্যদিকে এথলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে তিনে । একই সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আছে গ্রানাডা ।

আহাস/ক্রী/০০৩