Download WordPress Themes, Happy Birthday Wishes

বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কে জিতবে শিরোপা ?

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

নিজ দেশের মাটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজ জয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ । আগে কখনও টি-২০ আন্তর্জাতিক সিরিজের শিরোপা জিততে পারে নি টাইগাররা । মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে জিতলে সৃষ্টি হবে নতুন ইতিহাস । মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরু হবার কথা সন্ধ্যা সাড়ে ছয়টায় ।

কিন্তু যদি বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় , তাহলে কি হবে ?

সেই সম্ভাবনা এখন প্রবল । কারণ মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি । ভারী বর্ষণের দেখা না মিললেও বিকেলেও চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি । এমন অবস্থায় আশংকা জেগেছে , যদি না হয় ফাইনাল !

আবহাওয়ার পূর্বাভাষ বলছে , খেলা শুরুর সময়ে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে । সেই ক্ষেত্রে খেলা শুরু হতে খানিকটা দেরী হতে পারে । কিন্তু যদি এমন হয় খেলাই শুরু হল না ?

এমন হলে নিয়মানু্যায়ী দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে । আসরের ফাইনালের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয় নি ।

ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন ১৬.৩ ধারায় পরিষ্কার বলা আছে, ফাইনালে কোনো কারণে যদি খেলা না হয়, তবে রাউন্ড রবিন লিগের জয় পরাজয় বা রানরেটসহ কোনো কিছু বিবেচনায় না এনেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।

আহাস/ক্রী/০০৯