Download WordPress Themes, Happy Birthday Wishes

ফ্রেঞ্চাইজি ছাড়াই হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের পরবর্তী আসর । কিন্তু ফ্রেঞ্চাইজিদের সাথে চুক্তি নিয়ে সৃষ্ট ঝামেলায় এবার হচ্ছে না বিপিএলের নিয়মিত আয়োজন । তার বদলে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আয়োজন করবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ , যেখানে থাকবে না কোন ফ্রেঞ্চাইজির দল !

বুধবার (১১ সেপ্টেম্বর) মিরপুরের বিসিবি কার্যালয়ে নতুন আদলে বিপিএল আয়োজন সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

জানা গেছে , আগের মতই সাত দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল । তবে এবার সেই সাত দলের মালিকানায় থাকছে না কোন ফ্রেঞ্চাইজি । বরং টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, দায়িত্বও বিসিবির।

তবে বিসিবি সভাপতি আরও যা বলেছেন তাতে কিছুটা হলেও অস্পষ্টতা থেকে যাচ্ছে আসরের ধরণ নিয়ে । তিনি জানিয়েছেন , আসরে অংশ নেয়া দলগুলোর নাম একই থাকবে । আর দলগুলো বিদেশ থেকে কোচ বা অতিরিক্ত ক্রিকেটার আনতে চাইলে তারা সেটি পারবে। তবে সেটা দেখভাল করবে বিসিবি ।

চলতি বছর সবগুলো ফ্রেঞ্চাইজির সঙ্গেই চুক্তি শেষ হয়ে যায় বিসিবির। নতুন চুক্তির আগে দুই পক্ষ নানান বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। বিসিবি প্রধান জানান, এরকম পরিস্থিতির কারণে সব বিবেচনায় কেবল এই বছরের জন্য তারা হাঁটছেন নতুন এই পথে, ‘আপনারা জানেন যে আমাদের প্রথম পর্ব (চুক্তির) শেষ হয়ে গেছে। এখন ফ্রেঞ্চাইজিদের সঙ্গে আবার নতুন চুক্তি করার কথা। এর মাঝে ওদের সঙ্গে বসেছিলাম। পত্রপত্রিকায় ওদের যে প্রতিক্রিয়া দেখেছি, ওদের বেশ কিছু দাবি-দাওয়া আছে। ওই দাবি-দাওয়াগুলো আমাদের মূল যে মডিউল, তার সঙ্গে পুরো সাংঘর্ষিক। আমরা কোনোভাবে মানিয়ে নিতে পারছি না।’

ফ্রেঞ্চাইজিগুলোর দাবিদাওয়ার মধ্যে বড় এক দাবি ছিল বিপিএলের আয়ের অংশ। কিন্তু বিসিবি প্রধান পরিষ্কারভাবে জানিয়ে দেন এসব দাবি কোনোভাবেই মানতে পারবেন না তারা, ‘কোনোভাবেই ওদের দাবি-দাওয়া মানা সম্ভব না। রেভিনিউ শেয়ার (লাভের টাকা ভাগ) কোনোভাবেই সম্ভব না।’

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হওয়ায় এবার বিপিএলকে বিশেষ আসরের তকমা দিয়ে এই আদলে সাজানো হচ্ছে বলেও জানান বোর্ড প্রধান, ‘এটার পেছনে আরেকটা কারণ আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। কাজেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এবারেরটা আমরা বঙ্গবন্ধুর নামে চালাব, এবার কোনো ফ্রেঞ্চাইজিকেই দিচ্ছি না।’

আহাস/ক্রী/০০৯