Download WordPress Themes, Happy Birthday Wishes

পিছিয়ে যাওয়া যুব ফুটবল শুরু হচ্ছে আজ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল টুর্নামেন্ট । শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঠিক হয়েছে যুব ফুটবল টুর্নামেন্ট শুরুর সর্বশেষ তারিখ । যদিও এই আসর শুরু হবার কথা ছিল একদিন আগে । কিন্তু সময় মত কোন আসর আয়োজন করা যেন বাফুফের ধাঁতে নেই । সেই স্বভাব বজায় রেখে তাই যুব ফুটবল পিছিয়ে দেয়া হয়েছে ২৪ ঘণ্টা ।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে সর্বশেষ প্রিমিয়ার লীগে খেলা ১২টি দল । প্রিমিয়ার লীগে ১৩ দল খেললেও তাদের যুব টুর্নামেন্টে খেলছে ১২ টি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া নোফেল স্পোর্টিং ক্লাব যুব টুর্নামেন্টে অংশ নিলেও খেলছে না নেমে যাওয়া অন্য দল বিজেএমসি।

প্রতিজগিতায় ১২ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে সেমিফাইনালে।

শুক্রবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে নোফেলের বিরুদ্ধে এবং সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

যুব ফুটবলের গ্রুপিংঃ

‘এ’ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা।
‘বি’ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি, আরামবাগ ও রহমতগঞ্জ।
‘সি’ গ্রুপ : আবাহনী লিমিটেড, মোহামেডান ও বসুন্ধরা কিংস।
‘ডি’ গ্রুপ : সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব।

আহাস/ক্রী/০০৬