Download WordPress Themes, Happy Birthday Wishes

এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

শ্রীলংকার মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ । ইয়াং টাইগাররা ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে নেপালের যুব দলকে ।

রবিবার কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৬১ রানের বড় স্কোর গড়ে নেপাল । জবাবে বাংলাদেশ চার বল বাকী থাকতে চার উইকেটে ২৬২ রান করে জয় পায় ।

টার্গেট তাড়া করতে নেমে ১৯ রানেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ । তৃতীয় উইকেটে মাহামুদুল হাসান জয় আর তৌহিদ হৃদয় যোগ করেন ৭৯ রান । ৫৭ বলে তিনটি চারে ৪০ রান করেছেন জয় ।

তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৬০ রান । তার ৮৭ বলের ইনিংসেও ছিল তিনটি চার ।

পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৩০ রান জুড়ে দলকে জয় এনে দেন আকবর আলী আর শামিম হোসেন । ৪৫ বলে চারটি চারে ৪২ রান করেন শামিম ।

সময়ের অভাবে সেঞ্চুরি পান নি আকবর আলী । যুব দলের অধিনায়ক অপরাজিত থেকে যান ৯৮ রানে । তার ৮২ বলের ইনিংসে ছিল ১৪টি চার ।

নেপালের হয়ে কমল সিং নেন দুইটি উইকেট ।

এর আগে নেপালের পক্ষে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার পবন স্রফ । তার ১১১ বলের ইনিংসে ছিল আটটি চার আর একটি ছক্কা ।

এছাড়া ছয়ে নামা সন্দ্বীপ করেন ৩৭ বলে ৫৬ রান । মারেন তিনটি করে চার আর ছক্কা ।

ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী ।

আহাস/ক্রী/০০২