Download WordPress Themes, Happy Birthday Wishes

বিশ্বরেকর্ড গড়লো ম্যান সিটি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি । ইতিহাসে প্রথমবার কোন ফুটবল ক্লাব স্কোয়াড গড়তে খরচ করেছে ১ বিলিয়ন ইউরো । বাংলাদেশের মুদ্রায় যার পরিমান দশ হাজার কোটি টাকা ! ফুটবল ইতিহাসে বিশ্বের আর কোন ক্লাব এক মৌসুমে দল সাজাতে এতো বেশী অর্থ খরচ করে নি ।

চলতি মৌসুমে বার্সেলোনা , জুভেন্টাস , রিয়েল মাদ্রিদের মত দল কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে নতুন খেলোয়াড় নিয়েছে । কিন্তু তারা কেউই পুরো স্কোয়াডের জন্য ১ বিলিয়ন খরচ করে নি ।

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজার্ভেটরি’ জানিয়েছে , ম্যান সিটি ২০১৮-১৯ মৌসুমের জন্য খরচ করছে ১.০১৪ বিলিয়ন ইউরো।

বিশ্বের সবচেয়ে দামী দুই ফুটবলার নেইমার আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজির স্কোয়াড তৈরিতে ব্যয় হচ্ছে ৯১৩ মিলিয়ন ইউরো । তারা আছে দ্বিতীয় স্থানে ।

৯০২ মিলিয়ন ইউরো খরচ করে তৃতীয় অবস্থানে আছে স্পেনের জায়ান্ট রিয়েল মাদ্রিদ ।

চারে থাকা আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির খরচ ৭৫১ মিলিয়ন ।

আধুনিক ফুটবল সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস পাঁচে আছে ৭১৯ মিলিয়ন ।

এবার বেশ কিছু নতুন খেলোয়াড় দলে ভেড়ালেও বার্সেলোনা আছে ছয়ে । স্প্যানিশ চ্যাম্পিয়নদের স্কোয়াড গড়ার পেছনে খরচ হচ্ছে ৭১৯ মিলিয়ন ।

এরপরের স্থানগুলোতে আছে লিভারপুল (৬৩৯ মিলিয়ন) , চেলসি (৫৬১ মিলিয়ন)
,  এথলেটিকো  মাদ্রিদ (৫৫০ মিলিয়ন) , আর্সেনাল (৪৯৮ মিলিয়ন) ।

আহাস/ক্রী/০০৭