Download WordPress Themes, Happy Birthday Wishes

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় জয়ের বিশ্বরেকর্ড

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের বিশ্বরেকর্ড গড়েছে রোমানিয়া । শ্রীলংকার রেকর্ড ভেঙ্গে নতুন এই রেকর্ড গড়েছে ইউরোপের দেশটি । অথচ এই রোমানিয়া যে ক্রিকেট খেলে , সেই কথাই হয়ত জানেন না বেশীরভাগ ক্রীড়ারসিক মানুষ !

শুক্রবার রোমানিয়া ১৭৩ রানে আরেক ইউরোপিয়ান দেশ তুরস্ককে হারিয়ে সবচেয়ে বড় জয়ের বিশ্বরেকর্ড গড়েছে । নিজ দেশের মাটিতে রোমানিয়া কাপ- ২০১৯ আসরে তারা গড়েছে এই রেকর্ড । সেই সাথে ভেঙ্গে দিয়েছে ২০০৭ বিশ্বকাপে শ্রীলংকার ১৭২ রানে কেনিয়াকে হারিয়ে দেবার রেকর্ড ।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান করে রোমানিয়া।জবাবে ১৩ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় তুরস্ক।

রোমানিয়ার রেকর্ড জয়ের কারিগর তামিলনাড়ুর সফরওয়ার ইঞ্জিনিয়র শিবাকুমার পেরিয়ালওয়ার৷ টি-২০ ক্রিকেটের ইতিহাসে রোমানিয়ার হয়ে প্রথম সেঞ্চুরির মালিক হলেন তিনি৷ ৪০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন শিবাকুমার৷

অন্যদিকে তুরস্কের ইনিংসে দুই অংকের ঘর স্পর্শ করেন মাত্র দুজন। মেহমাত সারত ১৬ ও সেরদার কানসয় করেন ১৫ রান। পাঁচজন তুর্কি মারেন ডাক।

আহাস/ক্রী/০০৯