Download WordPress Themes, Happy Birthday Wishes

কোহলির বিশ্বরেকর্ডে ওয়ানডে সিরিজ জিতলো ভারত

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছে ভারত । সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে এই সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া । ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ভারতীয় সেনাপতি বিরাট কোহলি । সেই সাথে গড়েছেন কোনও একটি প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে সব থেকে বেশি সেঞ্চুরির রেকর্ড ।

বুধবার ত্রিনিদাদে অনুষ্ঠিত ম্যাচের প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে সাত উইকেটে ২৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ । ক্যারিবিয়ান ইনিংসের মাঝপথে প্লেয়িং কন্ডিশন বদলে যাওয়ায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৫৷ জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই অর্থাৎ ৩২.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫৬ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত৷

ভারতের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেছেন অধিনায়ক কোহলি । তার অপরাজিত ৯৯ বলের ইনিংসে ছিল ১৪টি চার । এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি শতক হাঁকালেন বিরাট । ছুঁয়েছেন অস্ট্রেলির বিরুদ্ধে শচিন টেন্ডুলকারের নয়টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড । এছাড়াও ওয়ান ডে ফরম্যাটে শচিন ও কোহলি , দু’জনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮টি করে শতরান করেছেন৷ কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধ করেছেন ৮টি সেঞ্চুরি৷ দুই ভারতীয় তারকা ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটসম্যানই নির্দিষ্ট কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ৭টি’র বেশি ওয়ান ডে সেঞ্চুরি করতে পারেননি৷

শচিনকে ছোঁয়া ছাড়াও অন্তর্জাতিক ক্রিকেটে অনন্য একটি বিশ্বরেকর্ড গড়েন বিরাট৷ সব ফর্ম্যাট মিলিয়ে এক দশকে ২০ হাজার অন্তর্জাতিক রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি৷ চলতি দশকেই তিনি ২০ হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন৷ এই নজির বিশ্বের আর কোনও ব্যাটসম্যানের নেই৷ রিকি পন্টিং এক দশকে ১৮৯৬২ রান করেছিলেন৷ জ্যাক কালিস করেছেন ১৬৭৭৭ রান৷ ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর এক দশকে করেছেন ১৫৯৬২ রান৷ রাহুল দ্রাবিড় করেছেন ১৫৮৫৩ রান৷

এখানেই শেষ না । ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজেও একটি অনবদ্য নজির গড়েন বিরাট৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে সব থেকে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হলেন বিরাট৷ তিনি টপকে গেলেন রামনরেশ সারওয়ানকে৷ প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে সব মিলিয়ে ৭০০ রান করেছিলেন৷ সারওয়ানকে টপকাতে কোহলির দরকার ছিল ২৫ রান৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাটের সংগ্রহ এখন ৭৯০৷

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে টানা তিনটি ওয়ান ডে সেঞ্চুরি করলেন কোহলি৷ যাও একটি রেকর্ড৷ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোহিলর ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪টি৷

ভারতের জয়ে ৪১ বলে তিনটি চার আর পাঁচটি ছক্কায় ৬৫ রান করে অবদান রাখেন শ্রেয়াস আইয়ার ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে দারুণ ব্যাট করেছেন ক্রিস গেইল । তিনি করেছেন ৪১ বলে ৭২ রান । তার ইনিংসে ছিল আটটি চার আর পাঁচটি ছক্কা ।

২৯ বলে পাঁচটি চার আর তিনটি ছক্কায় ৪৩ রান করেন আরেক ওপেনার এভিন লুইস ।

ভারতের হয়ে পেসার খলিল আহমেদ নেন তিন উইকেট । আর দুইটি উইকেট পান মোহাম্মদ শামি ।

ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি । আর সিরিজের সেরাও তিনি ।

দুই দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে । পরের দুইটি জিতেছে ভারত ।

আহাস/ক্রী/০০২