Download WordPress Themes, Happy Birthday Wishes

মাত্র দুই ম্যাচ খেলেই হয়ে গেলেন বিশ্বকাপে সবার সেরা !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এসে দাঁড়িয়েছে একেবারে শেষ মুহূর্তে । আগামী রবিবার ফাইনালের মধ্যে পর্দা নামছে এবারের বিশ্বকাপের । এবারের আসরের ফাইনালে শিরোপার জন্য লড়বে স্বাগতিক ইংল্যান্ড আর নিউজিল্যান্ড । যারা এখন পর্যন্ত ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের স্বাদ পায় নি । অর্থাৎ এবার একদিনের ক্রিকেট পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন ।

বিশ্বকাপের শেষ মুহূর্তে এখন চলছে সেরাদের বেছে নেওয়ার পালা । পুরো বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে ব্যাটে বলে যারা নজর কেড়েছেন তাদের মধ্যে সাকিব আল হাসান , ডেভিড ওয়ার্নার , রোহিত শর্মা , মিচেল স্টার্কের নাম উল্লেখযোগ্য । কিন্তু ব্যাট আর বলের হিসেবের বাইরে অর্থাৎ ফিল্ডিংয়ে সেরা হয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা ।

হ্যাঁ , ভারতের হয়ে বিশ্বকাপে মাত্র দুইটি ম্যাচ খেলা জাদেজাই এবারের বিশ্বকাপের সেরা ফিল্ডার । যিনি বিশ্বকাপের প্রথম আট ম্যাচেই ছিলেন একাদশের বাইরে । লীগ পর্বের শেষ ম্যাচে জাদেজা প্রথম সুযোগ পান একাদশে । শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে বল হাতে ১০ ওভার বল করে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে কিছু করার সুযোগ পান নি আগেই ভারত ম্যাচ জিতে যাওয়ায় ।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে রবীন্দ্র জাদেজা দেখান দুর্দান্ত নৈপুণ্য । ভারত হেরে গেলেও সেই ম্যাচে জাদেজা ছিলেন অনবদ্য । বল হাতে ১০ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১টি উইকেট। ব্যাট হাতে দলের টপ অর্ডার যখন পুরোপুরি ব্যর্থ তখন ৫৯ বলে ৭৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

তবে দুই ম্যাচে ফিল্ডার হিসেবে জাদেজা ছিলেন সেরা । মাত্র দুই ম্যাচ খেলেই চলতি বিশ্বকাপে ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি রান বাঁচিয়েছেন এই অলরাউন্ডার। দুই ম্যাচ খেলে সর্বমোট ৪১ রান বাঁচিয়েছেন তিনি। যার মধ্যে সার্কেলের মধ্যে ২৪ রান ও বাইরে ১৭ রান বাঁচিয়েছেন তিনি।

এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান বাঁচিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯ ম্যাচে সার্কেলের বাইরে পাঁচ রান অতিরিক্ত দিলেও ভিতরে তিনি বাঁচিয়েছেন ৩৯ রান।

তৃতীয়তে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ৯ ম্যাচ খেলে মোট ৩২ রান বাঁচিয়েছে তিনি।

বিশ্বকাপে মাত্র দুইটি ম্যাচ খেলে সবচেয়ে বেশী রান বাঁচিয়ে বিরল রেকর্ডের অধিকারী এখন রবীন্দ্র জাদেজা । সেই সাথে হয়ে গেছেন এই বিশ্বকাপের সেরা ফিল্ডারও ।

আহাস/ক্রী/০০৬