Download WordPress Themes, Happy Birthday Wishes

থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

থাইল্যান্ডে চলমান ইনডোর এশিয়া কাপ হকির শুরুর মত শেষটাও ভাল হয় নি বাংলাদেশের । নিজেদের গ্রুপ পর্বের চতুর্থ স্বাগতিক থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গেছে লাল সবুজের দেশ ।

থাইল্যান্ডের চোনবুরিতে বৃহস্পতিবার খেলতে নামে বাংলাদেশ । প্রতিপক্ষ ছিল স্বাগতিক থাইল্যান্ড । ম্যাচটি বাংলাদেশ হেরেছে ১-৩ গোলের বড় ব্যবধানে ।

এবারের আসরে প্রথম অংশ নিয়েছে বাংলাদেশ । প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া, ইরানের কাছে হেরে ফিলিপাইনকে গোলবন্যায় ভাসানো ছিল প্রথম ভালোর সুখস্মৃতি জিমি-শিতুলদের। তবে শেষ ম্যাচে এসে আবার হারতে হয়েছে বাংলাদেশকে ।

ফিলিপাইনকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিলো লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শিতুল-আশরাফুলরা। ম্যাচে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন আশরাফুল। সেটা হলে ব্যবধান কমতে পারতো আগেই। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে, এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়ে দল।

৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে বাংলাদেশ। পাঁচ দলের মধ্যে আছে চতুর্থ স্থানে। এখন বাংলাদেশকে খেলতে হবে সপ্তম বা অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে। আগামী শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চতুর্থ হওয়া দলের বিরুদ্ধে। সম্ভাব্য প্রতিপক্ষ চাইনিজ তাইপে অথবা নেপাল।

আহাস/ক্রী/০০৫