Download WordPress Themes, Happy Birthday Wishes

ছক্কার রেকর্ডের ম্যচে ডু প্লেসিসদের নাটকীয় হার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্যানাডায় চলমান গ্লোবাল টি-২০ ক্রিকেট লীগে দারুণ লড়াই করেও হেরে গেছে ফাফ ডু প্লেসিসের টরোন্টো ন্যাশনালস । তাদেরকে মাত্র দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে এডমন্টন রয়ালস ।

শনিবার রাতে ওরিয়ান্টোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের বড় স্কোর গড়ে ন্যাশনাল । জবাবে আট উইকেট খরচায় আর ১৩ বল হাতে রেখে ১৯২ রান তুলে জয় পায় রয়ালস ।

টার্গেট তাড়ায় ২৯ রানেই দুই উইকেট হারায় রয়ালস । তৃতীয় উইকেটে যোগ হয় ৫৬ রান । যেখানে অবদান রাখেন অধিনায়ক যুবরাজ সিং আর হেনরিখ ক্লাসেন ।

যুবরাজ করেন মাত্র ২১ বলে তিনটি করে চার আর ছক্কায় ৩৫ রান । অন্যদিকে ক্লাসেন ৪৫ রান করেছেন ৩৯ বলে । তার ইনিংসে ছিল দুইটি চার আর তিনটি ছক্কা ।

পরবর্তীতে ১২৫ রানে সাত উইকেট হারিয়ে বসে রয়ালস । কিন্তু আটে নামা মাংপ্রিত গনি মাত্র ১২ বলে ৩৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দেন দারুণ জয় । তার ইনিংসে ছিল সমান তিনটি করে চার আর ছক্কা । শেষ পর্যন্ত ম্যাচের সেরাও হয়েছেন তিনি ।

তার সাথে ৫ বলে একটি চার আর দুইটি ছক্কায় ১৭ রান করে অবদান রাখেন রবীন্দ্রপল সিং ।

ন্যাশনালের পাকিস্তানী বোলার শাদাব খান নিয়েছেন দুইটি উইকেট ।

এর আগে ন্যাশনালসের হয়ে ৪৩ রান করেন বেন কাটিং । তার ২৪ বলের ইনিংসে ছিল একটি চার আর চারটি ছক্কা ।

১৭ বলে দুইটি চার আর তিনটি ছক্কায় ৩৬ রান করেন শাদাব খান ।

অধিনায়ক ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ২৮ রান । ১৮ বল খেলে তিনি মেরেছেন একটি চার আর তিনটি ছক্কা ।

গোটা ম্যাচে দুই দল মিলিয়ে ছক্কা হয়েছে ২৫টি । যা গ্লোবাল লীগের কোন ম্যাচে সবচেয়ে বেশী ছক্কার রেকর্ড ।

আহাস/ক্রী/০০৪