Download WordPress Themes, Happy Birthday Wishes

সেঞ্চুরি করেও ভারতকে জেতাতে পারলেন না তিনি

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইংল্যান্ডের মাটিতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভারত আর বাংলাদেশ । আর বাদ পড়েছে স্বাগতিক ইংল্যান্ড । তবে সেই বাদ পড়া ইংল্যান্ডের কাছেই ফাইনালের আগে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত । ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেন নি উদীয়মান তারকা দিব্যাংশ সাক্সেনা ।

শুক্রবার কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেটে ২৭৮ রান তোলে ভারতের যুবারা । কিন্তু পরে বৃষ্টির বাঁধায় খেলা বন্ধ থাকলে ইংল্যান্ডের যুব দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২১৪ রান । যা তিন বল বাকী থাকতে ছুঁয়ে ফেলে ইংলিশরা ।

টার্গেট তাড়ায় শুরুতেই দলকে ৬২ রানের সূচনা এনে দেন বেন চার্লসওয়ার্থ আর টম ক্লার্ক । বেন ৫৬ বলে আটটি চারে ৪৬ রান ।

আরেক ওপেনার ক্লার্কের ব্যাট থেকে আসে ৬৬ রান । বেশ ধীরগতির ইনিংসে ক্লার্ক খেলেন ১১০ বল । মারেন তিনটি চার আর একটি ছক্কা ।

সর্বোচ্চ ৭৪ রান করেছেন ড্যান মসলে । তার ৮০ বলের অপরাজিত ইনিংসে ছিল ছয়টি চার আর দুইটি ছক্কা ।

দ্বিতীয় উইকেটে ক্লার্কের সাথে ১৩৭ রান জুড়ে দিয়ে দলের জয় নিশ্চিত করেন মুসলে ।

ভারতের হয়ে প্রাগনেশ আর তিলক ভার্মা একটি করে উইকেট নেন ।

এর আগে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকান ওপেনার দিব্যাংশ সাক্সেনা । তিনি করেছেন ১২৭ বলে ১০২ রান । তার ব্যাট থেকে আসে আটটি চার ।

এছাড়া ৭১ বলে একটি চার আর দুইটি ছক্কায় ৫১ রান করেছেন অধিনায়ক প্রিয়াম গার্গ ।

৫২ রান আসে তিলক ভার্মার ব্যাট থেকে । তিনি মাত্র ২৫ বলে মেরেছেন পাঁচটি চার আর তিনটি ছক্কা । মুলত তার ঝড়ো ব্যাটিং শেষ দিকে ভারতের ইনিংস বড় করতে সহায়তা করে । যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জেতা হয় নি টিম ইন্ডিয়ার ।

আহাস/ক্রী/০০৫