Download WordPress Themes, Happy Birthday Wishes

ম্যাচের আগেই বাংলাদেশকে ঘাবড়ে দিলেন সরফরাজ !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শুক্রবার (৫ জুলাই) মুখোমুখি হচ্ছে পাকিস্তান । বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কঠিন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান । কাগজে কলমে দলটির সেমি ফাইনালের আশা এখনও টিকে আছে । যদিও এই জন্য তাদের অনেকটা অসাধ্য সাধন করতে হবে । প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে জিততে হবে রেকর্ড ব্যবধানে। তারা যদি স্কোরবোর্ডে ৩৫০ রান তোলে, তাহলে জিততে হবে ৩১১ রানে! ৪০০ রান তুললে ৩১৬ রানে অথবা ৪৫০ রান তুললে ৩২১ রানে জিততে হবে।

যদিও এমন অসম্ভব পরিস্থিতিতেও পুরোপুরি হতাশ হচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ , ‘ ‘অবশ্যই আমরা এখানে সব ম্যাচ জিততে এসেছি। আমরা শেষ ম্যাচটা জিততেও নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা আমাদের সেরাটা দিলেও বাস্তবতা মনে রাখতে হবে। আমরা যে পিচে ৬০০,৫০০ কিংবা ৪০০ রান করবো সেখানে কি আমাদের প্রতিপক্ষ ৫০ রান করবে? এটা কঠিন কিন্তু আমরা এর জন্য চেষ্টা করবো।’

এই মুহূর্তে ৯ পয়েন্ট আছে পাকিস্তানের ঝুলিতে । বাংলাদেশের বিপক্ষে জিতলে হবে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট । তখন এসে যাবে রান রেটের প্রশ্ন । নিউজিল্যান্ডের নেট রান রেট ০.১৭৫। পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২। কিউইদের রান রেট ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে সরফরজদের আগে ব্যাটিং করতে হবে। আগে বোলিং করলে কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ডের রান রেট ছোঁয়া যাবে না।

রান রেটে পিছিয়ে থাকা নিয়ে উষ্মা প্রকাশ করে সরফরাজ জানিয়েছেন , ‘ রান রেটের হিসেব কি ধরণের গবেষণা থেকে এসেছে আমি সেটা ঠিক বুঝি না । তবে এখানে আমার কিছু করার নেই । ‘

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারটাই টার্নিং পয়েন্ট বলে মনে করেন সরফরাজ। সে ম্যাচে তারাই ভালো অবস্থানে ছিলেন বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। সঙ্গে জানিয়েছেন এবারের টুর্নামেন্টের পিচ ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন ছিলো।

সরফরাজ আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে হারটাই আমাদের জন্য টার্নিং পয়েন্ট। সে ম্যাচে আমরাই ভালো অবস্থানে ছিলাম কিন্তু মাঝের ওভারগুলোতে ম্যাচটা বেরিয়ে গেছে। আর আপনি যদি পিচের দিকে তাকান তাহলে এটা কখনোই ব্যাটসম্যানদের জন্য সহজ ছিলো না। এখানে স্পিন ছিলো, বল ঠিকমতো ব্যাটে আসছিলো না।’

আহাস/ক্রী/০০২