Download WordPress Themes, Happy Birthday Wishes

মাদ্রিদ যাচ্ছেন আট আরচার

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন বাংলাদেশের ৮ আরচার। আগামী ১৯ থেকে ২৫ আগস্ট ৮টি ইভেন্টে হবে যুব আরচারদের এই প্রতিযোগিতা। ১২ সদস্যের বাংলাদেশ দলের ১৭ আগস্ট স্পেন রওয়ানা হওয়ার কথা রয়েছে।

৮ জন আরচারের সঙ্গে যাচ্ছেন ৪ কর্মকর্তা। দলনেতা হিসেবে থাকছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান। ম্যানেজার জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রশিদুজ্জামান সেরনিয়াবাত।

বাংলাদেশ দলঃ

দলনেতা : মো. রাশীদুল হাসান।
ম্যানেজার : রশিদুজ্জামান সেরনিয়াবাত।
কোচ : মার্টিন ফ্রেডরিক।
সকহারী কোচ : জিয়াউল হক।
খেলোয়াড় : হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ বালক), তামিমুল ইসলাম (রিকার্ভ বালক), সাকিব মোল্লা (রিকার্ভ বালক), প্রদীপ্ত চাকমা (রিকার্ভ বালক), ঐশ্বর্য্য রহমান (কম্পাউন্ড বালক), ইতি খাতুন (রিকার্ভ বালিকা), মেহনাজ আক্তার মনিরা (রিকার্ভ বালিকা) ও দিয়া সিদ্দিকী (রিকার্ভ বালিকা)।

আহাস/ক্রী/০০৭