Download WordPress Themes, Happy Birthday Wishes

ডুমিনি তাণ্ডবে বিফলে গেলো গেইলের ইনিংস

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্যানাডায় চলমান গ্লোবাল টি-২০ লীগে ক্রিস গেইলের দলকে হারিয়েছে জেপি ডুমিনির দল । ম্যাচে ক্রিস গেইল রান পেয়েছেন । কিন্তু তাকে ছাপিয়ে নায়ক বনেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ডুমিনি । খেলায় গেইলের ভেনক্যুবার নাইটস সাত উইকেটে হেরেছে উইনিপেগ হকস ।

রবিবার ওন্টারিওর সিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান করে ভেনক্যুবার । জবাবে মাত্র ১৫.২ ওভারে তিন উইকেটে ২১০ রান করে উইনিপেগ ।

গ্লোবাল টি-২০ সবচেয়ে বেশী রান তাড়ায় জয়ের রেকর্ড এটাই ।

রান তাড়া করতে নেমে ১৫ রানেই দুই উইকেট হারায় উইনিপেগ । ওপেনার শাইমান আনোয়ার ২ আর উমর আকমল ফিরে যান ৯ রান করে ।

কিন্তু তৃতীয় উইকেটে ম্যাচ ঘুরিয়ে দেন ক্রিস লীন আর ডুমিনি । দুজনে মিলে যোগ করেন ১৪৩ রান । যেখানে ওপেনার ক্রিস লিনের ব্যাট থেকে আসে ৭৪ রান । মাত্র ৩৪ বল খেলে চারটি চার আর সাতটি ছক্কা মেরেছেন লীন ।

অন্যদিকে ডুমিনি করেছেন অপরাজিত ৭৭ রান । তিনি খেলেছেন ৩৪ বল । মেরেছেন সাতটি চার আর পাঁচটি ছক্কা ।

ডুমিনি আর লীন তাণ্ডবে অসহায় হয়ে পড়ে গেইলের দলের বোলাররা । ফলে মেনে নিতে হয় বড় হার ।

শেষের দিকে ১৭ বলে একটি চার আর চারটি ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন ডুয়াইন ব্রাভো ।

সাদ বিন জাফর , আলী খান আর এন্ডিলে ফুলাকায়ো একটি করে উইকেট পেয়েছেন ।

এদিকে ম্যাচের শুরুতে ভ্যানক্যুবার অধিনায়ক ক্রিস গেইল করেছেন ২৭ বলে ৪৫ রান । মেরেছেন সাতটি চারের সাথে দুইটি ছক্কা ।

রেসি ভ্যান ডার ডুসেন করেছেন ৩৯ রান । ৩০ রান আসে চ্যাডউইক ওয়াল্টনের ব্যাট থেকে । তাতে বড় স্কোর পেলেও জয় পাওয়া হয় নি ভ্যানকুবারের ।

ম্যাচের সেরা হয়েছেন ডুমিনি ।

আহাস/ক্রী/০০১