Download WordPress Themes, Happy Birthday Wishes

চেন্নাই সুপার কিংসে ধোনির সাথে সাইফউদ্দিন !

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনি উঠতি যে কোন খেলোয়াড়ের আদর্শ । ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধোনি জিতেছেন ওয়ানডে আর টি-২০ বিশ্বকাপ । চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও। এছাড়া ভারতের জনপ্রিয় আইপিএলেও অধিনায়ক হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসছেন ধোনি । সব মিলিয়ে ধোনি যে বিশ্বের অনেক ক্রিকেটারের আদর্শ হবেন তাতে কোন সন্দেহ নেই ।

বাংলাদেশের তরুণ অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ধোনির দারুণ ভক্ত । বিশ্বকাপ ফাইনালের আগের দিন কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি ।

সাইফউদ্দিন জানিয়েছেন , সুযোগ পেলে তিনি ধোনির সাথে একই দলে খেলতে চান ।

ধোনিকে নিয়ে বাংলাদেশের তরুণ অল রাউন্ডার সাইফউদ্দিনের কথা , ‘ ‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোটবেলা থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেন। ভারতের বিরুদ্ধে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার করে ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কি ইশারা দিচ্ছেন তিনি!’

ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ২৮ রানে । কিন্তু সেই ম্যাচে অপরাজিত ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন সাইফউদ্দিন । আর সেটাও মাত্র ৩৮ বলে ।

সাইফউদ্দিন বলেন , ‘ ধোনি অসাধারণ । সে সব সময় দলকে নির্দেশনা দিয়ে থাকে । হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এ ভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সাইফউদ্দিন ধোনির সাথে খেলতে চান । আর সেটা আইপিএল ছাড়া সম্ভব না । কারণ আইপিএল ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও ধোনিকে দেখা যায় না। বাংলাদেশের এই তরুণের যদি ধোনির নেতৃত্বে খেলতে হয়, তাহলে সুযোগ পেতে হবে আইপিএলে। আর তা যদি সত্যিই হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন সাইফুদ্দিনই। আর যদি ধোনির দল চেন্নাইয়ে সম্ভব না হয়, তাহলে আইপিএলে তিনি খেলতে চান প্রিয় শহর কলকাতার হয়ে।

সাইফুদ্দিন আরও বলেন, ‘সব চেয়ে খুশি হব ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পেলে। তা না হলে আমার প্রিয় শহর কলকাতার হয়ে খেলতে চাই। সাকিব ভাইয়ের মতোই ওপার বাংলার ভালবাসাও কুড়িয়ে নিতে চাই।’

আহাস/ক্রী/০০৫