Download WordPress Themes, Happy Birthday Wishes

গেইলের জায়গা নিলেন কার্লোস ব্রাথওয়েট

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সেইন্ট কিটস এন্ড প্যাট্রিয়টের অধিনায়কত্ব করবেন কার্লোস ব্রাথওয়েট । আগেরবারের অধিনায়ক ক্রিস গেইল দল ছাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএলের ফ্রেঞ্চাইজিরা ।

আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের সপ্তম আসর । আসন্ন আসরের জন্য ক্রিস গেইল নাম লিখিয়েছেন জ্যামাইকা তালাওয়াশে । যে কারণে তার প্রাক্তন দল সেইন্ট কিটসের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাথওয়েট ।

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের অধিনায়ক ব্রাথওয়েট ২০১৫ সাল থেকে খেলছেন সেইন্ট কিটসে ।

অধিনায়কত্ব পেয়ে খুশী ব্রাথওয়েট জানান , ‘ এটা আমার জন্য খুব ভাল সুযোগ । গত দুই আসরে আমরা খুব ভাল করেছি । এবার আমরা সেরা সাফল্যের জন্যই লড়বো । ‘

২০১৭ সালের আসরে ফাইনালে খেলেছে সেইন্ট কিটস । গেইলের অধীনে গত দুই বছরেই ছিল সিপিএলের সেরা চারে । এবার ব্রাথওয়েটের নেতৃত্বে সেই সাফল্য ছাড়াতে চায় সেইন্ট কিটস ।

এবার সেইন্ট কিটস বেশ শক্তিশালী দল গড়েছে । অল রাউন্ডার হিসেবে স্কোয়াডে আছে লংকান ইশুরু উদানা , পাকিস্তানের মোহাম্মদ হাফিজ । এছাড়া এভিন লুইস , ফ্যাবিয়েন অ্যালেন আর শেলডন কর্ট্রেলের মত তারকা আছে দলে । সব মিলিয়ে শিরোপার বড় দাবীদার হতে পারে এবার সেইন্ট কিটস ।

আহাস/ক্রী/০০৬