Download WordPress Themes, Happy Birthday Wishes

এক ম্যাচে একাধিক রেকর্ড গড়ে নিলেন মোস্তাফিজ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পঞ্চম স্থান দখলের টার্গেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ । লন্ডনের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান করেছে পাকিস্তান ।

বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান । একই বিশ্বকাপে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেয়ার ইতিহাস গড়েছেন ফিজ । এর আগে ভারতের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার ।

চলতি আসরেই প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নেন সাকিব আল হাসান । সেই রেকর্ড ভেঙ্গে মোস্তাফিজ আজ গড়েছেন নতুন কীর্তি ।

এছাড়াও এবারের বিশ্বকাপে ফিজ নিয়েছেন ২০টি উইকেট । যা এক বিশ্বকাপে কোন বাংলাদেশী বোলারের সবচেয়ে বেশী উইকেট পাওয়ার রেকর্ড । আর সেটা মোস্তাফিজ করেছেন নিজের খেলা প্রথম ওয়ানডে বিশ্বকাপেই । ২০০৭ সালে আবদুর রাজ্জাক নিয়েছিলেন ১৪টি উইকেট । এতদিন সেটাই ছিল রেকর্ড ।

এছাড়া ষষ্ঠ বাংলাদেশী বোলার হিসেবে ১০০ উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন মোস্তাফিজ । ৫৪ ম্যাচ খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা এখন ১০৩টি ।

এতসব ইতিবাচক রেকর্ডের ভিড়ে মোস্তাফিজের হয়েছে একটি নেতিবাচক রেকর্ডও। চলতি বিশ্বকাপে বল হাতে ২০ উইকেট নিলেও, তিনি খরচ করেছেন ৪৮৪ রান। যা কি-না বিশ্বকাপের এক আসরে কোনো বোলারের সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড। ২০১৫ সালের বিশ্বকাপে ৪৭২ রান খরচ করে লজ্জার এ রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

আহাস/ক্রী/০০৬