Download WordPress Themes, Happy Birthday Wishes

একই দিনে জয় পেয়েছে বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ইউরোপিয়ান ক্লাব ফুটবল মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক আসরে জয় পেয়েছে বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদ । স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা হারিয়েছে ইটালির জায়ান্ট ন্যাপোলীকে । অন্যদিকে রিয়েল মাদ্রিদ হারিয়েছে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াককে ।

প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে বার্সেলোনা এই মুহূর্তে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে । এই সফরে অবশ্য ইনজুরির কারণে স্কোয়াডে নেই অধিনায়ক লিওনেল মেসি । মেসিকে ছাড়াই ন্যাপোলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে কাটালানরা ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মাঝরাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয় বার্সা আর ন্যাপোলি । ম্যাচের ৩৮ মিনিটে সার্জিও বুসকেটসের গোল এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা ।

তবে চার মিনিট পরেই নিজেদের জালে বল জড়িয়ে দেন বার্সেলোনার ডিফেন্ডার স্যামুয়েল উমাতিতি । তাতে ম্যাচে আসে ১-১ গোলে সমতা ।

তবে ৭৯ মিনিটে ইভান রাকিটিচের গোলে জয় নিশ্চিত হয় বার্সার ।

এদিকে অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় রিয়েল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক দেশের রেড বুলদের ।

ম্যাচের ১৯ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন ইডেন হ্যাজার্ড । নিজেদের সীমানা থেকে করিম বেনজেমার থ্রু বল ধরে ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

চলতি জুনে চেলসি থেকে রিয়েলে যোগ দিয়েছেন হ্যাজার্ড । আর লস ব্লাংকসদের হয়ে এটাই তার প্রথম গোল ।

আহাস/ক্রী/০০৩