Download WordPress Themes, Happy Birthday Wishes

আবারও গেইলের তাণ্ডবে ছিন্নভিন্ন প্রতিপক্ষ

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্যানাডায় চলমান গ্লোবাল টি-২০ লীগে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস গেইলা । ‘ ইউনিভার্সেল বস’ আগের ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি । যদিও বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় জয় পাওয়া হয় নি তার দলের । তবে এবার সেঞ্চুরি না করলেও দলকে ঠিকই জিতিয়েছেন কিং গেইল । ব্যাট হাতে তার দানবীয় শাসনে ভ্যানক্যুবার নাইটস ৬ উইকেটে হারিয়েছে এডমন্টন রয়েলসকে ।

ওন্টারিওতে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার প্রথমে ব্যাট করে এডমন্টন রয়েলস নির্ধারিত ২০ ওভারে তোলে নয় উইকেটে ১৬৫ রান । জবাবে গেইলের দাপটে ২১ বল বাকী থাকতেই চার উইকেটে ১৬৬ রান তুলে জয় পেয়ে যায় ভ্যানক্যুবার ।

টার্গেট তাড়ায় মাত্র ২ রানেই প্রথম উইকেট হারায় ভ্যানক্যুবার । দ্বিতীয় উইকেটে চ্যাডউইক ওয়াল্টনকে নিয়ে ৫৬ রান যোগ করেন গেইল । ওয়াল্টন করেন মাত্র ১৭ রান ।

তৃতীয় উইকেটে আসে ৮২ রান । এবার গেইলের সাথে ছিলেন শোয়েব মালিক । সেঞ্চুরির একেবারে কাছে এসে বিদায় নেন গেইল ৯৪ রানে । তার ৪৪ বলের ইনিংসে ছিল ছয়টি চার আর নয়টি ছক্কা ।

শোয়েব মালিক অপরাজিত থাকেন ৩৪ রানে । তিনিউ খেলেছেন মাত্র ১৭ বল । তার ইনিংসে ছিল তিনটি চার আর দুইটি ছক্কা ।

ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা আন্দ্রে রাসেল ছিল ব্যর্থ । তিনি মারেন গোল্ডেন ডাক ।

১২ বলে একটি করে চার আর ছক্কায় ১৬ রান করে ড্যানিয়েল শামস ।

এডমন্টনের বেন কাটিং তিনটি আর একটি উইকেট পান মোহাম্মদ হাফিজ ।

এর আগে এডমন্টনের হয়ে ব্যাট হাতেও সর্বোচ্চ ৭২ রান করেছেন বেন কটিং । কিন্তু ব্যাট বলে দারুণ নৈপুণ্য দেখিয়েও ম্যাচ জেতাতে পারেন নি তিনি ।

আহাস/ক্রী/০০৩