Download WordPress Themes, Happy Birthday Wishes

আফ্রিদি তাণ্ডবের পরেও ফাইনালে ডুমিনিরা

ক্রীড়ালোক প্রতিবেদকঃ

ক্যানাডায় চলমান গ্লোবাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টোর ফাইনালে ফাইনালে উঠেছে উইনিপেগ হক্স । ফাইনালে ওঠার পথে দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে উইনিপেগ সাত উইকেটে হারিয়েছে ব্রাম্পটন উলভসকে । আগামী রবিবার আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভ্যানক্যুবার নাইটসের বিপক্ষে লড়বে উইনিপেগ ।

শনিবার ওন্টারিওতে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচের শুরুতে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে ২০০ রানের বড় স্কোর গড়ে ব্রাম্পটন উলভস । জবাবে শেষ বল পর্যন্ত খেলে উইনিপেগ জয় পায় ৩ উইকেটের খরচায় ২০১ রান তুলে ।

টার্গেট তাড়ায় মাত্র ৩৬ বলে ৭৬ রানের সূচনা এনে দেন সাইমান আনোয়ার আর ক্রিস লিন । আরব আমিরাতের আনোয়ার মাত্র ২৩ বলে করেন ৫২ রান । তার ছোট কিন্তু ঝড়ের গতির ইনিংসে ছিল ছয়টি চার আর চারটি ছক্কা ।

২০ বলে তিনটি করে চার আর ছক্কায় ৩৫ রান করেন ক্রিস লিন ।

ভারতের সানি সোহেল করেন ৩২ বলে ৩১ রান । তার ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কা ।

দক্ষিণ আফ্রিকান ডুমিনি তুলে নেন অর্ধশতক । তিনি অপরাজিত থাকেন ৫০ রান করে । তার ৩৪ বলের ইনিংসে ছিল সমান তিনটি করে চার আর ছক্কা ।

অপরাজিত ১৭ রান করেন ডুয়াইন ব্রাভো । ১১ বল খেলে তিনি মেরেছেন দুইটি ছক্কা ।

বিজিত দলের হয়ে শহীদ আফ্রিদি , ওহাব রিয়াজ আর জহুর খান নেন একটি করে উইকেট ।

এর আগে ব্রাম্পটন উলভসের হয়ে ২২ বলে চারটি চার আর দুইটি ছক্কায় ৩৩ রান করেন অধিনায়ক ড্যারেন স্যামি ।

শহীদ আফ্রিদি ঝড় তোলেন ১৬ বলে একটি চার আর তিনটি ছক্কায় ৩২ রান করে ।

১৫ বলে অপরাজিত ২৩ ান করেন ওহাব রিয়াজ । তিনি মেরেছেন একটি চার আর দুইটি ছক্কা । যদিও দল হারায় আফ্রিদি আর ওহাবদের এই অবদান কোন কাজে আসে নি ।

ম্যাচের সেরা হয়েছেন সাইমন আনোয়ার ।

আহাস/ক্রী/০০৪